জয়পুরহাটে বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান, গুলি ম্যাগাজিনসহ আব্দুর রশীদ নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক আব্দুর রশীদ পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, রতনপুর এলাকায় অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগাজিন ৫ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর রশীদ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিল।