র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন শুক্রবার বিকেলে রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শন করেন।
এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সিনহা হত্যা মামলায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।
গণমাধ্যমকর্মীদের র্যাব ডিজি বলেন, আমরা আশা করছি দ্রুত সিনহা হত্যা মামলার নিষ্পত্তি হবে। মামলার তদন্তের ইতিবাচক অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে আর কিছু বলা সমীচীন হবে না।