গোলাম,সারোয়ার নওগাঁ প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় জঙ্গিবাদের কোন নাই বলে মন্তব্য করেছেন নওগাঁর পুলিশ সুপার মো: মোজাম্মেল হক বিপিএম,পিপিএম।
তিনি আরো বলেন- ইসলাম শান্তির ধর্ম। প্রকৃত ধার্মিক ও শিক্ষিত সমাজ কখনও জঙ্গিবাদের সাথে জড়িত হতে পারে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে জঙ্গি তৎপরতাকে রুখে দিতে হবে। প্রকৃত ধর্মীয় শিক্ষাদান নিশ্চিত করণের মাধ্যমে ধর্মীয়, সামাজিক, মানবিক ও জাগতিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে।
মঙ্গলবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগডোব বিদ্যালয় মাঠে আয়োজিত জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী রিপন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাদেবপুর-মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আব্দুর রাজ্জাক, মহাদেবপুর থানার ওসি সাবের রেজা আহম্মেদ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সেক্রেটারী অজিত কুমার মন্ডল, চাঁন্দাশ ইউপি আওয়ামী লীগের সভাপতি আঃ ছাত্তার প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে পুলিশিং কমিটির সদস্য, গ্রাম পুলিশ, ¯’ানীয় গন্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেনী পেশার নারী পুরুষ অংশ নেন।
#