করোনাভাইরাসের কোনো ভ্যাকসিন (টিকা) বিশ্ব স্বাস্থ্য সংস্থার চূড়ান্ত ছাড়পত্র পেলে তা প্রথম ধাপেই বাংলাদেশ পেয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা এবং ভ্যাকসিন বিষয়ে এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘সরকার ভ্যাকসিনের ব্যবস্থা করছে। আপনারা জানেন, কোনো ভ্যাকসিন এখনো বাজারে সেভাবে আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যখন ফাইনাল ক্লিয়ারেন্স পেয়ে যাব, তখন আমাদের দেশেও ইনশা আল্লাহ প্রথম ধাপেই ভ্যাকসিন পেয়ে যাব। তবে ডব্লিউএইচওর অনুমোদনের পর।’
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘আমাদের সরকারি হাসপাতালে যদি আমরা ভ্যাকসিন দিই, ইনশা আল্লাহ প্রাইভেট হাসপাতালের জন্যও আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করব।’