প্রেমিকার কাছ থেকে নেওয়া ধারের টাকা শোধ করতেই নাটোরের নলডাঙ্গা উপজেলার সার ব্যবসায়ী অরুণ শর্মাকে হত্যা করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছিলেন কলেজছাত্র আলামিন। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
সংবাদ সম্মেলনের পুলিশ সুপার জানান, গত ২১ নভেম্বর রাতে দোকান বন্ধ করে টাকাসহ বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী অরুণ শর্মা। পথে তাঁকে হত্যা করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেন একই এলাকার কলেজছাত্র আলামিন। পুলিশের অভিযানে রাজশাহীর একটি ছাত্রাবাস থেকে আটক হন আলামিন। সেখান থেকে জব্দ করা হয় দুই লাখ ১৩ হাজার টাকা। আটকের পর গতকাল রোববার তাঁকে আদালতে পাঠানো হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আলামিন জানান, প্রেমিকার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন তিনি। সেই টাকা অনলাইনে জুয়া খেলে হেরে গিয়েছিলেন। সেই টাকা শোধ করতেই ব্যবসায়ী অরুণকে হত্যা ও টাকা ছিনতাই করেন।
এদিকে, ব্যবসায়ী অরুণ শর্মাকে হত্যাকারী আলামিনের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে আজ সোমবার সকালে নলডাঙ্গা বাজারে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।