নীলফামারীর সৈয়দপুরের বাঁশবাড়ির শেরেবাংলা স্কুল সংলগ্ন এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই ইমরান হোসেন খন্দকার (২৭) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময়।
এলাকাবাসী জানায়, পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে মাদকাসক্ত বড় ভাই জাকির হোসেন খন্দকার (৩২) ছোট ভাই ইমরান হোসেন খন্দকারকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে গুরুতর অবস্থায় তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
সৈয়দপুর সার্কেলের অতিক্তি পুলিশ সুপার অশোক কুমার পাল সত্যত্যা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবার নাম এসএম আরিফ ওরফে মানিক।