যশোরের চৌগাছা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকা থেকে সাত কেজির ৬০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। ওই সীমান্তের ৩৯ নম্বর সীমানা পিলার থেকে বাংলাদেশের ৩০০ গজ ভেতরে শাহজাদপুর মাঠ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
আজ শনিবার দুপুরে বিজিবির যশোরের ৪৯ ব্যাটালিয়নের হেড কোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক মো. নুর আলমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। মালিকবিহীন অবস্থায় এসব স্বর্ণের বার মাঠের মধ্যে পড়ে ছিল। জব্দকৃত স্বর্ণের বার থানায় জমা দেওয়া হয়েছে।
এদিকে, এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশে আনা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি।
জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় চার কোটি ৯০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।