ঘন কুয়াশার কারণে টাঙ্গাইল সদর উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছে আরো দুজন।
আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার ঘারিন্দায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ কর্মকর্তা বলেন, উত্তরবঙ্গ থেকে সবজিভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে প্রেসের মেশিন নিয়ে একটি পিকআপ বিপরীত দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই জিয়াউল।
মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বজনরা এলে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।