দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা দাউদপুর সীমান্তে দুদল মাদক চোরাকারবারির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতীয়সহ তিনজন বাংলাদেশি আহত হয়েছেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এবং দাউদপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হেলাল উদ্দীনের সত্যতা নিশ্চিত করেছেন। তবে আহত কারো নাম তিনি বলতে পারেননি।
বিজিবি, পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ জুমার নামাজের সময় ওই সীমান্তে কাটলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মইনুল ইসলাম ও ভারতের হিলি থানার জামালপুর এলাকার আব্দুল আলীমের সঙ্গে মাদকের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ভারতীয় একজন ও বাংলাদেশি দুজন গুরুতর আহত হন। এ নিয়ে ওই সীমান্তে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দাউদপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হেলাল উদ্দীন জানান, ঘটনা শোনার পর সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষপকে জানানো হয়েছে। পাশাপাশি বিএসএফকের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
এদিকে, যোগাযোগ করা হলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস হাসান টিটোকে ফোনে পাওয়া যায়নি।