প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জের সৈকতে একটি পরিত্যক্ত নৌকা থেকে প্রায় ৬৭৯ কোটি টাকার কোকেন উদ্ধার করেছে পুলিশ।
জাহাজটি লাতিন আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগরে কয়েক মাস ধরেই ভাসছিল বলে ধারণা করছে পুলিশ। নৌকায় ৬৪৯ কেজি কোকেন ছিল।
পুলিশ জানান, মঙ্গলবার মাদকের দুটি প্যাকেট ছাড়া সবই পুড়িয়ে নষ্ট করা হয়। তবে এর মধ্যে পরীক্ষার জন্য দুই প্যাকেট কোকেইন মার্কিন মাদক নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো হয়েছে।
মার্শাল দ্বীপপুঞ্জের আইলাক এলাকার বাসিন্দারা মাদকবাহী ১৮ ফুট দৈর্ঘ্যের পরিত্যক্ত নৌকার ভেতর লুকানো জায়গা থেকে কোকেনের প্যাকেটগুলো খুঁজে পায় তারা।