নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠির নলছিটি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনায়েত হোসেন (৩৮) নিহত হয়েছেন। কর্মস্থল থেকে পটুয়াখালীর দশমিনা উপজেলায় গ্রামের বাড়িতে যাওয়ার পথে বাউফল উপজেলার গোসিঙ্গা এলাকায় গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনার শিকার হন এনায়েত।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, শুক্রবার সন্ধ্যায় নলছিটি থেকে মোটরসাইকেলে করে পটুয়াখালীর গ্রামের বাড়িতে রওনা হন এএসআই এনায়েত। রাত ৮টার দিকে বাউফলের গোসিঙ্গা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গুরুতর আহত হন এএসআই এনায়েত। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনায়েতের ভাই হেমায়েত হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য আজ শনিবার সকালে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।