পর তাকে শাহ আলী মার্কেটে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে হত্যা করে অপহরণের নাটক সাজায় নিহতের সৎ চাচা রনি ও ফুফাতো ভাই প্রলয়।
অপহরণের পর তারা নিহত সানমুনের মায়ের কাছে ৫ লাখ টাকা দাবি করে। পরে বিকাশের মাধ্যমে তাদের ৬০ হাজার টাকা দেয়া হয়ে।
নিহত সানমুনের বাবা প্রদীপ জানান, অপহরণের পরপরই তার ছেলের হত্যা করা হয়েছে। হত্যাকারীরা মাদকসেবী ছিলো। হত্যাকারীরা তার স্বজন হলেও তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
এ ঘটনায় প্রলয়সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মুল আসামী রনি পলাতক রয়েছে। গ্রেফতারের পর অপহরণকারীদের দেয়া তথ্য মোতাবেক মার্কেটের ছাদ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।