বাংলাদেশ ছাত্রলীগের দুর্দিনের সারথি ও কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা জাকির হাসান জুয়েলকে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য করা হয়েছে।
১৯৯৫ সাল থেকেই ছাত্র রাজনীতিতে হাতে খড়ি জামালপুরে জন্ম গ্রহন করা এই তরুণ আওয়ামী লীগ নেতার।
এ বিষয়ে তিনি বলেন, আমাকে এই সদস্য পদ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।
রাজনৈতিক জীবনে বহু হামলা, মামলা নির্যাতনের শিকার হয়েছেন জুয়েল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তার নামে অবিভক্ত উত্তরা থানায় বিরোধী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা কয়েক ডজন মামলা দায়ের করা হয়েছিল।
জাকির হাসান জুয়েল এস আর কর্পোরেশন ও স্বদেশ কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক স্বদেশ ভূমি (দৈনিক পত্রিকা), স্পটলাইন (সরকারি উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে প্রকাশিত মাসিক ম্যাগাজিন), ঢাকা পোস্ট (নিউজ পোর্টাল) এর প্রকাশক।
জানা গেছে, জাকির হাসান জুয়েল এফবিসিসিআই ও ঢাকা চেম্বার অব কমার্সেরও সদস্য।