শনিবার ২ জানুুুয়ারি সাভার উপজেলার আশুলিয়া থানার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এর আগে একটি ভাড়া বাড়িতে থানার কার্যক্রম চালানো হতো। নতুন এ ভবন হওয়ায় আশুলিয়া থানার নিজস্ব জায়গায় অফিস করবেন আশুলিয়া থানা পুলিশ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার),পিপিএম (বার)।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুজিব বর্ষের শপথ নিয়ে পুলিশকে জনগণের আস্থার জায়গাটা অর্জন করতে হবে। নতুন ভবনের মতো নতুনভাবে নিজেদেরকে তৈরী করতে হবে। মানুষ যেনো পুলিশকে শত্রু নয়, বন্ধু মনে করে।
ঢাকা জেলা পুলিশ সুপার মো: মারুফ হোসেন সরদার বিপিএম (সেবা), পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলার আওয়ামী লীগ সভাপতি মিসেস হাছিনা দৌলা, আশুলিয়ার থানা আওয়ামী লীগের নব নির্বাচিত আহবায়ক ফারুক হাসান তুহিন ,যুগ্ম আহবায়ক চেয়ারম্যান সাইফুল ইসলাম,সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শাহাদাৎ হোসেন খাঁন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন মাদবর, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব পারভেজ দেওয়ান সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।