রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার (৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানা সূত্রে জানা গেছে, সকালে কারওয়ান বাজার শুটকি পট্টি এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন আনুমানিক ৬০ বছর বয়সী ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এসময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানুমং মারমা জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।