ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তিশা পরিবহণের ওই বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফিরছিল বলে জানা যায়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সরাইল বিশ্বরোড ও রশিদ মার্কেটের সামনে মহাসড়কের মাঝামাঝি স্থানে যাত্রীবাহী বাসটিতে অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে চালক ও যাত্রীরা সবাই দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহত ঘটেনি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘আগুন নেভানো হয়েছে। বাসটির পেছনের দিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে চালক ও তাঁর সহকারী আমাদের জানিয়েছেন। তবে সড়কের দুদিকে কিছু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা গাড়ি চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’