আগামী জুন মাসের পর আন্তর্জাতিক মোবাইল সরঞ্জাম শনাক্তকরণ (আইএমইআই) নম্বর ছাড়া অবৈধভাবে দেশে আসা কোনো মোবাইল ফোন সেট ব্যবহার করা যাবে না। আজ বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
বিটিআরসির চেয়ারম্যান বলেন, আগামী ১ জুলাই থেকে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধ হবে। ১ জুলাই থেকে গ্রাহকের হাতে থাকা হ্যান্ডসেটের নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। বাজারে যেসব অবৈধ হ্যান্ডসেট আছে সেগুলো আর চলবে না।