বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০-দলীয় জোট আয়োজিত এক স্মরণসভায় আজ বৃহস্পতিবার মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, জীবন দিয়েছিলেন। বঙ্গবন্ধুর বিদায়ের পর এ দেশে গণতন্ত্রের কথা যাঁরা বলছেন, আমি মনে করি তাঁরা সেই গণতন্ত্র রক্ষা করতে পারেননি। বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন, তাঁর উত্তরসূরি যাঁরা আছেন, তাঁরা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন, হত্যা করেছেন।’
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘সরকার এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্র হরণ করেছে, বাক্স্বাধীনতা হরণ করছে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে, দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সরকার ধ্বংস করে দিয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের যাঁরা ক্ষমতায় আছেন… এই সরকার ফ্যাসিবাদী সরকার, জনগণের ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসেনি। এই সরকারের অধীনে ভোট নিরাপদ নয়। এখন দাবি উঠেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’
জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এ সরকারের অধীনে স্বাধীনতা, ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদ কোনো কিছুই নিরাপদ নয়। একটি বিদেশি আধিপত্যবাদের হাতে দেশকে তুলে দেওয়ার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। দেশের কলকারখানা, শিল্পপ্রতিষ্ঠান—সবকিছু বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে। এই করোনা মহামারির সময়ও বাংলাদেশে সীমাহীন দুর্নীতি করছে সরকার। এ সময় দুর্নীতি করে হাজার হাজার কোটিপতির জন্ম হয়েছে দেশে। তাই আমি বলি, একটি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বিষয় নিয়ে কথা বলে আমাদের লাভ নেই। কথা একটাই, এই সরকারের এমন করুণ পরিণতি অপেক্ষা করছে সেটা তারা চিন্তাও করতে পারবে না।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য দেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জামায়াতে ইসলামীর নেতা আবদুল হালিম, জাতীয় পার্টির (একাংশ) চেয়ারমান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার (একাংশ) খোন্দকার লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান এড. এহসানুল হুদা, খেলাফত মজলিসের মহাসচিব আবদুল কাদের, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাড. আজহারুল ইসলাম প্রমুখ।