রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
রামগঞ্জে এক প্রধান শিক্ষকের নির্দেশে পিয়ন কর্তৃক গণহারে
২০জন শিক্ষার্থীর চুল কর্তন করা হয়েছে। সৃষ্ট ঘটনায় অভিভাবক
মহলসহ সাধারন এলাকাবাসির মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার চন্ডিপুর ইউপির মাছিমপুর
এএলএম উচ্চ বিদ্যালয়ে। স্থানীয় সচেতন মহল কর্তৃক এর সুষ্ঠ
বিচার দাবী করা হয়েছে।
সরজমিনে বিদ্যালয়ে গিয়ে জানাযায়, মঙ্গলবার বিদ্যালয়ের আহসান
উল্যাহ বিএসসি মাষ্টার ৬ষ্ঠ শ্রেনীতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী
মাথার চুল ফরেন স্টাইলে কাটা দেখতে পান। সাথে সাথে তিনি ওই
শিক্ষার্থীদের লাইব্রেরীতে প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেব নাথের
সামনে নিয়ে আসে। এ সময় প্রধান শিক্ষক তাদের চুলের স্টাইল
দেখে ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের পিয়ন আল আমিন কে সকলের মাথার চুল
কর্তন করার নির্দেশ দেন। সাথে সাথে পিয়ন বিদ্যালয়ে থাকা
পুরোনো কাচি দিয়ে ১৮/২০জন শিক্ষার্থীর মাথার চুল এলোমেলো
ভাবে কেটে দেয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাব্যাপী ক্ষোভের
সৃষ্টি হয়। শিক্ষার্থী শামিম হোসেন, হামির হামজা, অভিভাবক
আবুল কালাম,মেম্বার খিজির আহম্মদ স্থানীয় ফারুক হোসেন
ঘটনার সত্যতা স্বীকার করছেন। অভিভাবক খোরশেদ আলম পিয়ন
দিয়ে চুল কর্তনের ঘটনায় দু:খ প্রকাষ করে বলেন, এতে শিক্ষাথীরা
বিদ্যালয় আসতে অনিহা প্রকাশ করছে। আহসান উল্যাহ
বিএসসি মাষ্টার প্রধান শিক্ষকের নির্দেশেই পিয়ন এ কান্ড
ঘটিয়েছে বলে জানান। আল আমিনও শিক্ষকের নির্দেশেই চুল
কাটার ঘটনা স্বীকার করেন। প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ এ
ভাবে চুল কর্তন ঠিক হয়নি বলে দু:খ প্রকাশ করেন। বিদ্যালয়
ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যালয়টির
পেছনে ষড়যন্ত্র চলছে। যখনি বিদ্যালয়টিকে একটি পর্যায় নেওয়ার
চেষ্টা করি তখনি বদনাম ছড়ানোর জন্য একটি মহল এভাবে ষড়যন্ত্র
করে।