চেন্নাই টেস্টে ইংল্যান্ডের কাছে হারের কারণে শুধু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাতেই ভারত পিছিয়ে যায়নি, প্রভাব পড়েছে খেলোয়াড়দের ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় ইতিবাচক পরিবর্তন চোখে পড়লেও ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন বিরাট কোহলি।
আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট র্যাঙ্কিং অনুযায়ী ব্যাটসম্যানদের তালিকায় কোহলি পিছিয়ে গেলেন একধাপ। গতবার কোহলিকে চার নম্বরে ঠেলে দিয়ে তিনে উঠে এসেছিলেন মার্নাস ল্যাবুশান। এবার জো রুটের উত্থান পিছিয়ে যেতে বাধ্য করল কোহলিকে। রুট দুই ধাপ উঠে এসে পাঁচ থেকে তিন নম্বরে চলে এসেছেন। কোহলি পিছলে গেছেন চার থেকে পাঁচে। ল্যাবুশান তৃতীয় স্থান থেকে চার নম্বরে নেমে গেছেন।