কুমিল্লার বুড়িচং উপজেলার একটি গ্রামে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গৃহবধূ ফারজানা আক্তার এবং তাঁর মা ভানু বিবি। ফারজানা হালগাঁও গ্রামের রিকশাচালক লোকমান হোসেনের স্ত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে লোকমানকে আটক করেছে পুলিশ।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার রাতে গণমাধ্যমকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয়রা বলছে, লোকমান একজন মাদকাসক্ত। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও দাবি করে, গতকাল দুপুরে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন ভানু বিবি। সন্ধ্যায় হঠাৎ করেই পারিবারিক কলহে উত্তেজিত হয়ে পড়েন লোকমান। একপর্যায়ে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যা করেন তিনি। খুনের পর লোকমান লাশের পাশেই বসে ছিলেন।
লোকমানের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও জানায় পুলিশ। লোকমান-ফারজানা দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।