যশোর শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় পারভেজ (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে।
নিহত পারভেজ যশোর সদরের বাহাদুরপুর গ্রামের হঠাৎপাড়ার তোতা মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পারভেজ শহরের ঘোপ বেলতলা এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় সেখানে থাকা চার যুবকের সঙ্গে পারভেজের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই চার যুবক পারভেজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পারভেজকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যান তিনি।
খবর পেয়ে হাসপাতালে যান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে হেফাজতে নিয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানও শুরু করেছে।