ব্রাহ্মণবাড়িয়ায় ২০০৫ সালে এক গর্ভবতী নারীসহ চারজনকে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন আপিল বিভাগ। দুই আসামি হলেন- সোহেল ও রাজীব। তাঁরা নিহতদের আপন ভাইয়ের ছেলে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বুধবার এ রায় দেন। মামলার অপর আসামি পিয়াসকে (নিহতদের আত্মীয়) খালাস দিয়েছেন আদালত। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি পাঁচ আসামি বিচার শেষ হওয়ার আগেই মারা গেছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৫ সালে স্থানীয় আক্তার তার গর্ভবতী স্ত্রী ও আড়াই বছরের শিশু অর্না আক্তারকে নিহতের ভাই সিরাজুল ও তাঁর সন্তানেরা হত্যা করেন। পারিবারিক কোন্দলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পরের বছর ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর সিরাজুলসহ আটজনের মৃত্যুদণ্ডের রায় দেন বিচারিক আদালত। এরপর ২০১২ সালে হাইকোর্ট আটজনেরই মৃত্যুদণ্ড বহাল রাখেন।
নয় বছর পর আজ বুধবার আপিল বিভাগ ওই হত্যা মামলার রায় ঘোষণা করলেন। রায়ে কনডেম সেলে থাকা সোহেল ও রাজীবকে দ্রুত সাধারণ সেলে দেওয়ারও নির্দেশ দেন আপিল বিভাগ।