নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৩৮৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ৪১০ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯৫৭ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৯৪ হাজার ৭৫৫ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবে ১৫ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৮৮৩টি। এ পর্যন্ত দেশে মোট ৪০ লাখ তিন হাজার ২৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় নতুন পাঁচজন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ চারজন ও নারী একজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ছয় হাজার ৩৪৩ জন এবং নারী দুই হাজার ৪১ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে সবাই ষাটোর্ধ্ব। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে তিনজন। সবাই হাসপাতালে মারা গেছে।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত বছরের ১৮ মার্চ। এরপর গত বছরের ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।