ঢাকার আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। এছাড়া এ ঘটনায় ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ঝুট ব্যবসায়ী ও ভূইয়া এন্টারপ্রাইজের মালিক মনির হোসেন দাবি করেন, ডিইপিজেডের পুরান জোনের একটি কারখানা থেকে তাঁর লোকজন ঝুট বের করতে গেলে সেখানে বাধা দেন থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেনের লোকজন। পরে কবিরের লোকজন দেশীয় অস্ত্রসহ তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় স্থানীয়রা মসজিদে মাইকিং করে তাদের প্রতিহত করে। এতে দুই গ্রুপের সংঘর্ষে আহত হন অন্তত ১৫ জন। পাশাপাশি ভাঙচুর করা হয় ১২টি মোটরসাইকেল।
সংঘর্ষের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ভাঙচুর করা মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা(ওসি) কামরুজামান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।’