করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ইনস্টাগ্রামে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
আলিয়া জানিয়েছেন, তিনি নিজেকে কোয়ারেন্টিন করে নিয়েছেন ও চিকিৎসকদের পরামর্শ মেনে বাসায় অবস্থান করছেন।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার সঞ্জয় লীলা বনশালির ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র সেটে একটি গানের দৃশ্যের শুটিং সেরেছেন আলিয়া। সেই সময়ই তাঁর করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। স্থগিত হয়ে শুটিংয়ের কাজ।
কিছুদিন আগে আলিয়ার প্রেমিক অভিনেতা রণবীর কপূরও করোনা আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে কাজে ফিরেছেন।
সম্প্রতি কার্তিক আরিয়ান, আমির খান, পরেশ রাওয়াল, আর মাধবন, রণবীর কাপুর, মনোজ বাজপেয়ীসহ বেশ কয়েক জন তারকা করোনায় আক্রান্ত হন। তাঁদের কারো কারো করোনামুক্ত হওয়ার খবর পত্রপত্রিকায় এসেছে।