সাতক্ষীরা ৩৩ বিজিবির লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, ভোমরা সীমান্ত দিয়ে কয়েক বাংলাদেশি অবৈধভাবে দেশে আসছেন, এ খবর পেয়ে বিজিবি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ওই তিনজনকে আটক করে। পরে তাঁদের পদ্মশাখরা এলাকায় কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার পর তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হবে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ২৮ এপ্রিল থেকে এ পর্যন্ত ৪৮ বাংলাদেশি ও তিন মানব পাচারকারীকে আটক করেছে।