মাসুদুর রহমানঃজামালপুরের সরিষাবাড়ীতে উচ্ছেদ ঠেকাতে দুই
ঘন্টা সড়ক অবরোধ করেছে সংখ্যালঘু ৮ টি পরিবারের লোকজন।ফলে
দিগপাইত-তারাকান্দি সড়কে তৗব্র জানজটের সৃষ্টি
হয়।ভোগান্তিতে পড়েন শত শত পথচারীরা।পরে উপজেলা নির্বাহী
অফিসার সাইয়েদ এ জেড মোরশেদ আলী ও সরিষাবাড়ী থানার
অফিসার ইনচার্জ মো.রেজাউল ইসলাম খান এবং বাংলাদেশ হিন্দু
বৌদ্ধ খ্রীষ্ঠান পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি শ্রী রমেশ
চন্দ্র সুত্রধর এক সমঝোতা বৈঠকে সামর্থবাড়ী মৌজায়
পুর্নবাসনের আশ্বাষে অবরোধ প্রত্যাহারের পর তাদের বসত ঘর
জামালপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতিশ্বর পাল এর নেতৃত্বে
উচ্ছেদ করেন উচ্ছেদ করা হয়।
ক্রয় মুলে ভূমির মালিকানা দাবী করে ডাঃ এ বি এম বদরুল
আমীন সিদ্দিকী @ এবিএম জহুরুল হাসান জামালপুর যুগ্ম
জজ,১ম আদালতে ড্ধিসঢ়;ক্রীজারীর আবেদন করেন।এ প্রেক্ষিতে যুগ্ম
জেলা জজ ফাতিমা ইমরোজ ক্ষনিকা গত ২২ আগষ্ট ২০১৬ইং উচ্ছেদ
আদেশ প্রদান করেন। এ আদেশ তামিল করার জন্য গতকাল দিন ধার্য়
করেন।
এ সময় জামালপুর জেলা জজ আদালতের নায়েব নাজির এস এম
রহিম উদ্দিন,জারী কারক গোলাম মোস্তফা,মঞ্জুরুল হক সহ
ঢুলি,কাঠ মিস্ত্রী ,৬০ জন শ্রমিক এ উচ্ছেদ করেন।
জানা গেছে-বাংলাদেশ পাট কর্পোরেশন(বিলুপ্ত) এর সরিষাবাড়ী
পৌর সভার ভূরারবাড়ী মৌজার সাবেক জেটিসি’র ৪.১৬ একর
ভূমি ও ভবন সহ ৫৭ লক্ষ ১৩ হাজার ২ শত ৫১ টাকায় বাংলাদেশ জুট
কর্পেরেশন,ঢাকা’র ভারপ্রাপ্ত সচিব আমিনুল ইসলাম ২০১০ সালের
৮ এপ্রিল রেজিষ্ট্রী দলিল সম্পাদন করা হয়। ভূমির ক্রেতা সরিষাবাড়ী
পৌরসভার আরামনগর মহলার ডাঃ এবিএম বদরুল আমীন তার ৪.১৬
একর ভূমির মধ্যে ১৫ শতাংশ জমিতে বসবাসকারী শ্রী নরেশ
চৌহান,কুচমী রাজভর,জয়নব বেগম,গনেশ রাজভর,অঞ্জু রাজভর,নরেশ
রাজভর,সুবেশ রাজভর,গনেশ রাজভর পরিবার পরিজন নিয়ে প্রায় ২৪ বছর
ধরে বসবাস করে আসছিল।