ঈদুল আজহা উদ্যাপনের পর আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধের প্রথম দিন রাজধানীর প্রবেশমুখ সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-আশুলিয়া মহাসড়কে গণপরিবহণ চলাচল করতে দেখা গেছে।
সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সকাল থেকে ঘুরে দেখা গেছে গণপরিবহণ ছাড়াও চলাচল করছে রিকশা। বিধিনিষেধ কার্যকর করতে প্রশাসনের তৎপরতা থাকলেও নানা অজুহাতে ঘর থেকে বেরিয়েছে মানুষ। ঈদের ছুটিতে রাস্তাঘাট অপেক্ষাকৃত ফাঁকা থাকায় মোটরসাইকেল নিয়েও অনেককে সবান্ধব ঘোরাঘুরি করতে দেখা গেছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, বিধিনিষেধের প্রথম দিন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকলেও পরিস্থিতি বুঝে ধীরে ধীরে তারা কঠোর হবে।
বিনা অজুহাতে ঘর থেকে বের হওয়া মানুষদের স্বাস্থ্যবিধি মানাতে এবং ঘরে থাকতে বাধ্য করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে থাকা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।