বিধিনিষেধের কারণে চরম ভোগান্তিতে পড়েন, লঞ্চে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় ফেরা মানুষ। সদরঘাটে পৌঁছে কোনো যানবাহন না পেয়ে, হেঁটেই রওনা দেন গন্তব্যে।
পরিবারের সাথে ঈদ কাটিয়ে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে রওনা দেন এসব মানুষ। ভোর থেকেই সদরঘাটে তাই জনস্রোত। কঠোর বিধিনিষেধ শুরুর আগেই যাতে গন্তব্যে ফিরতে পারেন, সেই চেষ্টা ছিল সবার।
তবে টার্মিনাল থেকে বের হওয়ার পরই দুর্ভোগের শুরু। নেই কোনো যানবাহন। তাই হতাশা চোখেমুখে।
কেউ যাবেন গাজীপুর, কেউ নারায়ণগঞ্জ, কেউবা আশুলিয়া। গণপরিবহন বন্ধ থাকায় সবার মাথায় হাত। বাধ্য হয়ে হাতে ব্যাগ-বস্তা, কোলে সন্তান নিয়ে অনেককে হেঁটেই রওনা দিতে দেখা গেছে। বিধিনিষেধের মধ্যে অসুস্থ অনেকে অ্যাম্বুলেন্স ভাড়া করেও ফিরেছেন গন্তব্যে।
বা/না