লবণজাত চামড়া নিয়ে ট্যানারি মালিকদের অপেক্ষায় আড়তদাররা। আশা করছেন, শনিবার থেকেই হয়তো বেচাকেনা শুরু হবে। এবার বাকিতে চামড়া দিতে চান না তারা। চাইবেন পুরোনো বকেয়া টাকাও।
কাঁচা চামড়া সংগ্রহ করে লবণজাত করা শেষ করেছেন আড়তদাররা। ঢাকার আশেপাশে অস্থায়ী আড়ত গড়েও চামড়া কিনেছেন অনেকে।
আড়তদাররা এবার ট্যানারি মালিকদের অপেক্ষায়। চামড়া খাত লকডাউনের বাইরে। শনিবার থেকেই হয়তো বেচাকেনা শুরু হবে।
পোস্তার আড়তদাররা বলেন, তারা এবার বাকিতে চামড়া দিতে চান না। একই সঙ্গে পুরোনো বকেয়া চাইবেন। এবার ঢাকার পোস্তায় পশুর চামড়ার সংগ্রহ দেড় লাখ পিসের কাছাকাছি।