সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

নোয়াখালীতে মেয়েদের ছবি তোলাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে দুই কিশোরীর ছবি তোলাকে কেন্দ্র করে তিনজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব মধুপুর গ্রামের চুঙ্গারপোল এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- মো. বেচু মিয়া (৫০), তার ছেলে মো. নুর নবী (১১) ও মো. হাসান (২৬)।

আহতরা হলেন- আবুল হোসেন (৪১), তার ছেলে আবুল হোসেন (৪১) ও মো. আলাউদ্দিন (৪০)।

বেগমগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে পূর্ব মধুপুর গ্রামের কিশোরী সামলা ও শান্তা সাজগোজ করে বাড়ির পাশে ঘুরতে বের হয়। এ সময় পশ্চিম মধুপরের কয়েকজন বখাটে মোবাইল ফোন দিয়ে ওই দুই মেয়ের সঙ্গে ছবি তোলার চেষ্টা করে এবং তাদের ইভটিজিং করে।

বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসলে তারা ছবি তুলতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা  হয়। এ সময় ইভটিজিংয়ের শিকার কিশোরীরা বিষয়টি বাড়িতে গিয়ে স্বজনদের জানালে তারা এসে অভিযুক্তদের শাসিয়ে যায়।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে পশ্চিম মধুপুরের বখাটে কালু, বিজয়, শাকিল ও বাহারের নেতৃত্বে ১৫-২০ জন দল বেধে পূর্ব মধুপুর গ্রামে এসে এলাকাবাসীর ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দুই পথচারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায়  আহত হয়েছেন আরও তিনজন।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলিবিদ্ধ তিনজন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। পরবর্তীতে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451