রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদধ নারীদের মাঝে নগদ অনুদান বিতরণ
করা হয়েছে। সংসদ সদস ̈ গোলাম দ ̄Íগীর (বীর প্রতিক) এর ঐচ্ছিক তহবিল থেকে
বৃহ ̄úতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ৬০ জন দরিদধ নারীর মাঝে নগদ
অনুদান বিতরণ করা হয়। অনুদান বিতরণ পুর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন,
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম। প্রধান অতিথি ছিলেন,
নারায়ণগঞ্জ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস ̈ গোলাম দ ̄Íগীর গাজী (বীর প্রতিক) এর পক্ষে
তার সহধর্মীনী ও তারাব পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজী। অন ̈ান ̈দের মধে ̈
উপি ̄’ত ছিলেন, সমাজ সেবক লায়ম মোহাম্মদ মোজাম্মেল হক ভুইয়া, রূপগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, প্রকৌশলী নাশির উদ্দিন, যুব উন্নয়ন
কর্মকর্তা মাসুদ মজুমদার, ইউপি চেয়ারম ̈ান তোফায়েল আহাম্মেদ আলমাছ, নুরুল
ইসলাম জাহা১⁄২ীর মাষ্টার, ব ̈ারিষ্টার আরিফুল হক ভুইয়া প্রমুখ।