সানি-নারায়নগঞ্জ প্রতিনিধি ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দধ করে
প্রতিপক্ষের লোকজন একই পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত আহত করেছে বলে
অভিযোগ পাওয়া গেছে। গত শুμবার রাতে উপজেলার ভ৩বাড়ি এলাকায় ঘটে এ ঘটনা।
শ্রী পান্ডব চন্দধ সরকার জানান, তিনি দেড় শতাংশ জমি বায়না বাবদ ৫০ হাজার
টাকা প্রদান করেন ̄’ানীয় সাইদুর রহমানকে। কয়েক মাস আগে সাইদুর রহমান মারা
যান। পরে সাইদুর রহমানের ওয়ারিশগণ দেড়শতক জমি অন ̈ত্র বিμি করে দেন। এতে করে
শ্রী পান্ডব চন্দধ সরকার বায়না বাবদ দেয়া ৫০ হাজার টাকা চাইলে মৃত সাইদুর
রহমানের ছেলে মজিবুর রহমান টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি
অনুযায়ী টাকা দেইদিচ্ছি বলে ঘুরাচ্ছেন। শুμবার রাত ১০টার দিকে ফের পাওনা
টাকা চাওয়ায় তার উপর মজিবুর রহমান ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে মজিবুর
রহমানসহ ওসমান, নজরুল, শুক্কুর, মোশারফ লাঠিসোটা নিয়ে শ্রী পান্ডব চন্দধ
সরকারকে পিটিয়ে আহত করে। শ্রী পান্ডব চন্দধ সরকারকে উদ্ধার করতে গিয়ে ছেলে
গবিন্দ চন্দধ সরকার, বিজয় চন্দধ সরকার, আনন্দ চন্দধ সরকারকেও লাঠিপেটা করা হয়। পরে
̄’ানীয় লোকজন আহতদের উপজেলা ̄^া ̄’ ̈ কমপ্লে∙ে ভর্তি করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের
ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব ̈ব ̄’া গ্রহন করা হবে।