হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডোবা এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা যাত্রী জান্নাত আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর বাবাসহ আরো দুই এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পারবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরতলীর ভাদৈ গ্রামের ভ্যানগাড়িচালক সোহাগ মিয়া স্ত্রী সন্তান নিয়ে হবিগঞ্জ শহরস্থ বানিয়াচং সিএনজি স্ট্যান্ড থেকে তার শ্বশুরবাড়ি বানিয়াচঙ্গের শেখের মহল্লা গ্রামে বেড়ানোর উদ্দেশে রওয়ানা দেন। সিএনজির সামনে আরো দুই এসএসসি পরীক্ষার্থী যাত্রী ওঠেন। সিএনজি অটোরিকশাচালক বেপরোয়া ভাবে চালিয়ে কালাডোবায় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পাছনে ধাক্কা লাগে। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনারস্থলে সিএনজি থাকা ভ্যানগাড়ি চালক সোহাগ মিয়া কন্যা জান্নাত আক্তার মারা যায়।
বানিয়াচং থানার অফিসার (ইনচার্জ) মোহাম্মদ এমরান হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।