সাভারের আশুলিয়া বিএনসিসি একাডেমীতে ভিআইপি কমপ্লেক্স উদ্বোধন
মুজিববর্ষ উপলক্ষ্যে সাভারের বিএনসিসি একাডেমীতে ভিআইপি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি।
বুধবার সন্ধায় আশুলিয়ার বাইপাইলে অবস্থিত বিএনসিসি একাডেমীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই নবনির্মিত ভিআইপি কমপ্লেক্স উদ্বোধন করেন আবু হেনা মোস্তফা কামাল।
এ সময় বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান জানান, বিএনসিসির উন্নয়নসহ বিএনসিসি একাডেমিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি, পিএসসি এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।