জোহানেসবার্গ টেস্টে ভারতের দেওয়া ২৪০ রান তাড়া করতে নেমে ২ উইকেটে ১১৮ রান তোলে তৃতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টেস্টটি জিততে প্রোটিয়াদের প্রয়োজন আরো ১২২ রান। আর ভারতের প্রয়োজন ৮ উইকেট।
বৃষ্টি হানা না দিলে আজ ম্যাচের চতুর্থ দিনেই ফল বেরিয়ে যাবে। ভারত জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে। আর দক্ষিণ আফ্রিকা জিতলে সিরিজে সমতা ফিরবে। স্বাগতিকদের স্বপ্ন দেখাচ্ছেন অধিনায়ক ডিন এলগার। ১২১ বলে ৪৬ রান করে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে আছেন রাসি ফন ডার ডুসেন। ৩৭ বলে তার সংগ্রহ ১১ রান।
৩৮ বলে ৩১ রান করে এইডেন মার্করাম এলবিডব্লিউ হয়েছেন শার্দুল ঠাকুরের বলে। ২৮ রানে সাজঘরে ফিরেছেন কিগান পিটারসেন। তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন।
এর আগে ২ উইকেটে ৮৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ভারত ২৬৬ রানে অলআউট হয়। আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা তৃতীয় উইকেটে ১১১ রানের জুটি গড়েন। রাহানে ৫৮ ও পুজারা ৫৩ রান করেন। শেষ দিকে হানুমা বিহারির অপরাজিত ৪০ ও শার্দুল ঠাকুরের ২৮ রানের ইনিংসে ভর করে ভারত ২৬৬ রানের সংগ্রহ পায়। দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাদা, লুঙ্গি এনগিদি ও মার্কো জানসেন ৩টি করে উইকেট নেন।