১৪৪ ধারার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীর নেতৃত্বে বোর্ডিং মাঠ এলাকা থেকে মিছিলটি বের হয়। তবে কয়েক শ গজের মধ্যে মিছিলটি শেষ করে দেওয়া হয়। ঝটিকা এ মিছিলে ৩০-৪০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে পৌর এলাকার বাইরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বটতলী বাজারে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। বেলা ১২টা থেকে বটতলীতে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। এলাকাটি স্লোগানে মুখরিত করে রেখেছেন তাঁরা। তবে ওই সময় পর্যন্ত সেখানে পুলিশ দেখা যায়নি। সেখানে সমাবেশের অনুমতি দেওয়া হয়।
বেলা ১২টা থেকে একপ্রকার অবরুদ্ধ বিএনপি নেত্রী রুমিন ফারহানা আশুগঞ্জ থেকে বটতলীর সমাবেশের উদ্দেশে রওনা দিয়েছেন। কেন্দ্রীয় আরো কয়েকজন নেতা সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে একই সময়ে জেলা বিএনপি ও জেলা ছাত্রলীগ সমাবেশ ডাকায় শনিবার সকাল ৬টা থেকে ১৪৪ ধারা জারি করে রেখেছে প্রশাসন। এ আদেশকে কেন্দ্র করে পৌর এলাকার ৪০ পয়েন্টে ৫০০ পুলিশ মোতায়েন রয়েছে।