বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে প্রতিদিনই মিরপুর শেরে বাংলায় ক্রিকেটাররা অনুশীলনে আসছেন। দলীয় অনুশীলন শুরু না হলেও তারা ব্যক্তিগতভাবে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। আজ শনিবার শেরে বাংলায় দেখা গেল মাহমুদউল্লাহ রিয়াদকে। একাডেমি মাঠের উইকেটে পানি দেওয়ায় অনুশীলনের সুযোগ ছিল না। মাহমুদউল্লাহকে দেখা গেল শেরে বাংলার ইনডোরে নেট প্র্যাকটিস করতে।
একাই অনেকক্ষণ নেটে ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। দুজন থ্রোয়ার এবং একজন নেট বোলার তাকে একের পর এক বল করে যান। টি-টোয়েন্টি অধিনায়ক এসময় স্ট্রেইট ড্রাইভ, লফটেড শট, সুইপ, রিভার্স সুইপ এমনকী স্কুপ পর্যন্ত অনুশীলন করেন। যে স্কুপ শট নিয়ে তুলকালাম হয়েছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। মুশফিকুর রহিম বারবার আউট হচ্ছিলেন এই শটে।
এটা এখন চিরন্তন সত্য হয়ে গেছে যে, বাংলাদেশি ব্যাটারদের হার্ডহিটিং দক্ষতা নেই। টি-টোয়েন্টি ফরম্যাটে যে দক্ষতা থাকা বেশ জরুরি। মাহমুদউল্লাহ এর আগেও এই সমস্যা সমাধানে স্কিলফুল ব্যাটিংয়ের ওপর জোর দিয়েছেন। যদিও বাস্তবে খুব একটা দেখা যায়নি। বিপিএলের আগে নিজের সেই স্কিলটাই কি বাড়াতে চাইছেন মাহমুদউল্লাহ?