ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে বিসিবি দক্ষিণাঞ্চলকে হারিয়ে শিরোপা জিতেছে ওয়ালটন মধ্যাঞ্চল। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে হারিয়েছে মধ্যাঞ্চল। ফলে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পর ইন্ডিপেন্ডেন্স কাপেও চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ডাবল জিতল মধ্যাঞ্চল।
দক্ষিণাঞ্চলের দেওয়া ১৬৪ রানের টার্গেটে মধ্যাঞ্চল পৌঁছে যায় ৪২ দশমিক ৩ ওভারে, ৪ উইকেট হারিয়েই। আল আমিন ৫৩ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৩৩ রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে ৭৬ রানে ৪ উইকেট হারিয়েছিল মধ্যাঞ্চল। এরপর ৮৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক-আল আমিন। ওপেনার মিজানুর রহমান ৩৯ ও সৌম্য সরকার ২১ রান করেন।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে মধ্যাঞ্চলের বোলিং তোপে ১৬৩ রানে গুটিয়ে যায় দক্ষিণাঞ্চলের ইনিংস। দক্ষিণাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন পিনাক ঘোষ। এছাড়া নাহিদুল ইসলাম ৩১, অমিত হাসান ২৯ ও এনামুল হক বিজয় ২০ রান করেন। মধ্যাঞ্চলের পক্ষে দুইটি করে উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ।