নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ সিভিল সার্জন অফিসের হিসাবরক্ষক মো. আবুল কালাম আজাদ (৫৮) নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার শিবরামপুর হোলিপ্যাড নামক স্থানে বালুবাহি ড্রাম ট্রাকের সাথে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দুর্ঘটনায় তাঁর লাশ ছিন্নভিন্ন হয়ে যায়। সকালে বাসা থেকে মোটরসাইকেলযোগে নওগাঁ সিভিল সার্জন অফিসে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদ উপজেলার সারতা পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ দেওয়ানের পুত্র। বর্তমানে তিনি উপজেলা সদরের মাস্টারপাড়া বাসায় বসবাস করতেন।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।