অ্যাম্বুলেন্সে শিশুর মৃত্যুর ঘটনায় ২ আসামির রিমান্ড
সাভারের আশুলিয়ার বাইপাইলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে চালককে মারধরের সময় ভেতরে শিশু রোগী আফসানার মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুজনের প্রত্যেককে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক মিজবাহ উদ্দীন। এর আগে বিকেল ৫টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহারের আদালতে আসামিদের তোলা হয়।
পরিদর্শক মিজবাহ উদ্দীন বলেন, দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ। পরে তাদের বিকেল ৫টার দিকে আদালতে তোলা হলে তাদের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গ্রেফতার আসামিরা হলেন টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার দোপাকান্দী গ্রামের আব্দুর রহমান খানের অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা যায় শিশু আফসানা।