জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে বাবা ইন্তাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়ার (২১) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ইন্তাজ আলী গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ও ফিরোজ মিয়া সরিষাবাড়ী টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও নিহত ইন্তাজ আলীর ছেলে।
পোগলদিঘা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন মনো বলেন, শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের সেচ পাম্পের তার ছিঁড়ে গেলে ছেঁড়া তার মেরামত করতে যায় ফিরোজ মিয়া। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ফিরোজ। ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা ইন্তাজ আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনাস্থলেই বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই ফয়েজুর রহমান শুক্রবার বিকালে জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারকে দেওয়া হয়।