সকলে মিলে শপথ করি, বাল্যবিবাহনমুক্ত সমাজ গড়ি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা পর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধে আরডিআরএস বাংলাদেশ “বিল্ডিং বিটার ফিউচার ফর গার্লস” প্রজেক্ট এর সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ ১৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১২ টায় সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক কারিগরি সহযোগিতায় নাগেশ্বরী অফিসার্স ক্লাবে জনপ্রতিনিধি, ঘটক,ইমাম,শিক্ষক ও সুশীল সমাজের ব্যাক্তিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালা নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকুর সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রকুনুজ্জামান শিমু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আমিনা বেগম অনন্যা ও আরডিআরএস এর উপজেলা সমন্বয় কারি মোঃ রবিউল ইসলাম প্রমুখ।