এক অসহায় মহিলার একমাত্র সম্বল বসতবাড়ি দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালী এক ভূমিদস্যু।
দখলকারী গাজিপুরের কাশিমপুর মুজারমিল এলাকার হামিদ দেওয়ান।
দখল করা বাড়িতে পাকা দেয়ালের বেশ কয়েকটি টিনশেড দোকান ঘরসহ বসত ঘর ছিল।
বাড়িটি দখলে নিয়েই দোকানের সামনে প্রকৃত মালিকের নাম মুছে হামিদ দেওয়ান সুপার মার্কেট লিখে রেখেছে।
এমন কী নতুন ঘরও নির্মাণ করছে দখলকারী।
সূত্রে জানায়, কুমিল্লা জেলার মুরাদনগর থানা বলীঘর গ্রামের শাহজালালের স্ত্রী রাশিদা আক্তার ২০০৬ সালে আশুলিয়ার পাশে মুজারমিল এলালায় ডালাস সিটির ২৪ নং প্লট কিনে টিনসেট ঘর করে বসত করে আসছিল।এমতাবস্থায় এলাকার চিহ্নিত ভূমিদস্যু হামিদ দেওয়ানের কুনজর পড়ে বাড়িটির ওপর।পরে গত ২৪জানুয়ারি ২০১৯ সালে হামিদ দেওয়ান বহিরাগত সন্ত্রাস বাহিনী নিয়ে হামলা চালিয়ে জোরপূর্বক বাড়িটি দখলে নেয়। দখলের খবর শুনে প্লটে আসেন রাশিদা আক্তার এসময় হামিদ দেওয়ান সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে বেধরক মারপিট করে অসহায় রাশিদাকে । মেয়ের ওপর এমন অমানবিক অত্যাচার দেখে ঘটনাস্থলেই হার্ডস্টক করে মৃত্যুবরণ করেন তাঁর বাবা।তবুও মন গলেনি পাষণ্ড ভূমিদস্যুর।প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে এলাকা ছাড়াও করে দেয় তাদের।
পরে আদালতে মামলা করেলে আদালত রাশিদার পক্ষেই রায় দেন। এই রায়ের কপি নিয়ে এসেও বাড়িতে ঢুকতে পারছেনা অসহায় পরিবারটি।
বাড়িতে থাকতে হলে হামিদ দেওয়ানকে মোটা অঙ্কের টাকা চাঁদা দিয়েই থাকতে হবে বলে সাব জানিয়ে দেয় এই প্রভাবশালী ভূমিদস্যু।
পরে (১৯ফেব্রুয়ারি) শনিবার দুপুরে ডালাস সিটি এলাকায় মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারটি।
মানববন্ধনে রাশিদা বলেন, আমরা গরিব মানুষ, কত কষ্ট করে ছেলে মেয়ে নিয়ে মাথা গোজার ঠাই করতে একটুকরো জমি কিনেছে। সেই জমিও স্থানিয় ভূমিদস্যু হামিদ দেওয়ান দখলে করে নিয়েছে।আমার পক্ষে মহামান্য আদালত রায় দিয়েছেন তবুও বাড়িতে ঢুকতে পারছিনা। ওরা কী আদালতের চেয়ে বেশি ক্ষমতাধর?
তিনি আরও বলেন, রায়ের কপি নিয়ে পুনরায় আমি জমির নিকট গেলে তারা আবারও আমাকে ভয়ভীতি প্রদান করে এবং মোটা অংকের চাঁদা দাবি করে। তাদের এসব আচরণে আমার বাবা হার্ডস্টকে মারা যান। পরে আমি অনেকের নিকট সাহায্য চাই কিন্তু কারো কাছেই সাহায্য পাইনি। এই অবস্থায় আমি আমার কষ্টার্জিত অর্থে ক্রয়কৃত প্লটটি ফিরে পেতে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেত কামনা করছি।
এ মানববন্ধনে ভুক্তভোগীর পরিবারসহ ওই এলাকার প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।