কবিতা-আমার ইচ্ছে
আমার অনেক ইচ্ছে করে
পাখির মত হই,
মনের সুখে ঘুরে বেড়াই
আর করি হৈ চৈ।
,
ইচ্ছে করে আমি যদি
ফুলের মত হতাম,
শত্রু-মিত্র সবার তরে
সৌরভ ছড়াতাম।
,
হতাম যদি আমি এক
স্রোতস্বিনী নদী,
সমাজের যত আপদ গুলো
ভাসিয়ে দিতাম সবই।
,
মোমের মত আমি যদি
পরোপকারী হতাম,
নিজেকে পুড়িয়ে দিয়ে
আলো জ্বালাতাম।
,
আকাশের মত বিশাল যদি
থাকতো আমার হ্রদয়,
ভালবাসা দিয়েই করতাম আমি
বিশ্বটাকে জয়।