মোঃ সাদিকুল ইসলাম (নিজস্ব থানা প্রতিনিধি)
৫১ তম মহান স্বাধীনতা দিবসে নাগেশ্বরী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এপেক্স ক্লাব অব কুড়িগ্রাম।
২৬ মার্চ (শনিবার) সকাল ৭ টায় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে নাগেশ্বরী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এপেক্স ক্লাব অব কুড়িগ্রাম এর সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব কুড়িগ্রাম এর সেক্রেটারী এন্ড ডিনার নোটিশ ইডিটর বিকাশ রায় তরুণ, সিনিয়র ভাইস পেসিডেন্ট এজেডএম জাহাঙ্গীর আলম মতি,জুনিয়র ভাইস পেসিডেন্ট মোঃ মফিজুল ইসলাম, এক্সপেনশন ডিরেক্টর মোঃ মোজাফফর হোসেন, মেম্বারশিপ এটেন্ডেট ডিরেক্টর মোঃ সোহেল রানা,ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর মোঃ সাদিকুল ইসলাম (সোহেল) এবং এসজিটি-এট-আর্মস মোঃ ওসমান গণি।