খালেদা জিয়ার প্রথম টুইট। ছবি: টুইটার থেকে
টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্টে (https://twitter.com/BegumZiaBD) প্রথম টুইটটি করা হয়।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইংরেজিতে লেখা প্রথম টুইটে বিএনপির চেয়ারপারসন বিএনপির প্রতিষ্ঠা দিবসে স্বৈরশাসনকে পরাজিত করে ঐক্যবদ্ধ এবং মুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ার আহ্বান জানান। এর এক ঘন্টা পরে আরেকটি টুইটে তিনি আগের টুইটটিকেই বাংলায় পোস্ট করেন।
এর আগে দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপির ওয়েবসাইট, ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল উদ্বোধন করেন খালেদা জিয়া।