ক্রিকেটের ছোট ফরম্যাটে ম্যাচ টাই হওয়া নতুন কোনো ঘটনা নয়। তবে শ্রীলঙ্কার একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে যা ঘটল, সেটা রীতিমতো ইতিহাস। ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটার ইতিহাসে সর্বনিম্ন রানে সেই ম্যাচটি টাই হয়েছে। দুই দলই করেছে ৩০ রান করে!
আজ রবিবার দ্বীপরাষ্ট্রের মেজর ক্লাবস টি-টোয়েন্টি টুর্নামেন্টে ম্যাচ ছিল কালুতারা টাউন ক্লাব ও গল ক্রিকেট ক্লাবের মধ্যে।
বৃষ্টি বাগড়া দেওয়ায় ম্যাচ নেমে আসে ৬ ওভারে। দুই দলই ৯ উইকেট হারিয়ে ৩০ রান করেছে! ম্যাচে মোট রানা ৬০। ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দল মিলিয়ে ৬০ বা তার কম রানের ঘটনা আছে ৪টি। দুই দল মিলিয়ে সর্বনিম্ম স্কোর ৫৩। যা উগান্ডা বনাম লেসোথোর ম্যাচে হয়েছিল।
কালুতারা বনাম গলের ম্যাচটির ১২ ওভারের মধ্যে স্রেফ ২টি ওভারে উইকেট পড়েনি। মোট উইকেট পতন হয়েছে ১৮টি। যার মধ্যে ১১টি নিয়েছেন বাঁহাতি স্পিনাররা। ৪টি রান-আউট। উইকেটপ্রতি রান এসেছে ৩.৩৩ করে। ১০ ওভারের বেশি স্থায়ী হওয়া কোনো টি-টোয়েন্টি ম্যাচে যা সর্বনিম্ন। ৫ রানে ৫ উইকেট নিয়েছেন কালুতারার ইনশাকা সিরিবর্দনে। এক ওভারেই নেন চারটি।