মা হয়েছেন পরীমনি, বাবা হয়েছেন শরীফুল রাজ। শোবিজ অঙ্গন এই নিয়ে মেতে আছে। পরীমনি ও রাজ দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। সদ্য পৃথিবীর মুখ দেখা শিশু রাজ্যকে অভিনন্দন জানাচ্ছেন।
অভিনেত্রী মেহের আফরোজ শাওন পরীমনি ও রাজ দম্পতিকে শুভেচ্ছা জানাতে গিয়ে দুটি ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা পরীমনিকে শরীফুল রাজকে জড়িয়ে ধরে রয়েছেন। অপর ছবিটি পরীমনির বুকের ওপর রাজ্য। এই ছবি দুটি পোস্ট করে শাওন লিখেছেন, আহা কি পবিত্র দু’টি দৃশ্য! অভিনন্দন, ভালোবাসা এই মানব মানবী আর তাদের শিশুটির জন্য।
জন্মের কয়েক ঘণ্টা পরেই সন্তানের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমনি।
গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন পরীমনি ও রাজ। চলতি বছরের ১০ জানুয়ারি চিত্রনায়ক শরীফুল ইসলাম রাজের সাথে নিজের বিয়ের সংবাদ জানান তিনি।
সেই সাথে অনাগত সন্তানের খবরটিও জানান সাংবাদিকদের। গতকাল বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরীমনি।